Header Ads

ভোটের আগে 'কুম্ভকর্ন'কে প্রচারে এনে ঠাট্টার খোরাক রাহুল গান্ধী।

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার বিধানসভা ভোট রাজস্থানে। তার আগে আজই প্রচারের শেষ দিন ছিল। ভোটের প্রচারে গিয়ে দলের কর্মকান্ডের ক্ষতিয়ান তুলে ধরতে গিয়ে ভুল শব্দ উচ্চারণ করে বিদ্রুপের শিকার হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার রাজস্থানের ঝুনঝুনিতে দলের প্রচারে গিয়ে রাহুল গান্ধী কংগ্রেসের বিগত বছর গুলির কর্মকান্ড তুলে ধরেন। আর তখনই মুখ ফসকে কুম্ভরাম লিফট যোজনার বদলে রাহুল বলে ফেলেন কুম্ভকর্ন লিফট যোজনা। তারপরেই হাসির রোল ওঠে সভায়। যদিও কংগ্রেস সভাপতির ভুল শুধরে দেন কংগ্রেস নেতা অশোল গেহলট ও জিতেন্দ্র সিং। তবে সোশ্যাল মিডিয়ার ট্রোল থেকে বাঁচানো যায়নি রাহুল গান্ধীকে।

No comments

Theme images by sndr. Powered by Blogger.