Header Ads

DESCRIPTION OF IMAGE

ওয়েটিং নামক অভিশাপ থেকে মুক্তি চাই! ১৩-ই বৃহত্তর আন্দোলনের ডাক হবু শিক্ষকদের।

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক এই রাজ্যে নতুন কোন বিষয় নয়। স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগ এবং যথা সময়ে শিক্ষক নিয়োগের দাবিতে একাধিকবার আন্দোলনে নামতে দেখা গিয়েছে এই রাজ্যের হবু মাস্টারদের।
অভিযোগ, সেই আন্দোলনকে ভেস্তে দেবার বহু চেষ্টা করেছে বর্তমান রাজ্য সরকার। এমনকি অনেকসময় সে সব আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে হবু শিক্ষকদের গ্রেফতার পর্যন্ত করেছে রাজ্য প্রশাসন।কিন্তু তাতেও অনেক সময় সেই আন্দোলনকে দমাতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার।
আর এবার চলতি মাসের ১৩ তারিখে ওয়েটিং নামক অভিশাপ থেকে মুক্তি পেতে এবং বেশকিছু দাবি নিয়ে সকাল ১১ টায় আচার্য-সদনের সামনে এক প্রতিবাদ সভার ডাক দিয়েছেন এস.এস.সি ওয়েটিং চাকরি-প্রার্থী মঞ্চের সভাপতি ইন্দ্রজ্যোতি হাজরা। ইন্দ্রজ্যোতি বাবুর কথা অনুসারে "ওই দিন প্রতিবাদ মঞ্চে ৮ থেকে ১০ হাজার হবু শিক্ষক হাজির থাকবেন নিজেদের অধিকার বুঝে নেবার জন্য।"

দাবিসমূহ,
১। একাদশ ও দ্বাদশের তৃতীয় কাউন্সেলিং দ্রুত শেষ করতে হবে।
২। নবম-দশমের দ্বিতীয় কাউন্সেলিং কবে হবে তা অনস্পট জানাতে হবে।
৩। নবম থেকে দ্বাদশ সমস্ত নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে।


No comments

Theme images by sndr. Powered by Blogger.