Header Ads

হিরো আলমের মূর্তি তৈরি হল বাংলাদেশে।

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রীত সোশ্যাল মিডিয়ায় হিরো আলমের একটি ভাস্কর্যের ছবি ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল সেই ছবিটি চোখে পড়ে হিরো আলমেরও। কিন্তু কে হিরো আলমের এই মূর্তিরি বানিয়েছেন? এ প্রশ্নের উত্তর জানতে উদ্বেগ হয়ে পড়েন খোদ হিরো আলমও।
তাই তিনি নিজেই হন্ন হয়ে খোঁজ চালান তাঁর মূর্তি তৈরিকারী শিল্পীর। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই খোঁজও পান সেই ভাস্কর্য শিল্পীর।হিরো আলমের এই মূর্তিটি বানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের এম এফ এ ১ম বর্ষের শিক্ষার্থী উত্তম কুমার শর্মা।

 নিজের এই মূর্তি দেখার জন্য খোদ হিরো আলম উপিস্থিত হলেন ঢাবির জগন্নাথ হলের জ্যোতির্ময় ভবনে। দেখা করলেন শিক্ষার্থী উত্তম কুমারের সাথেও। নিজের এমন ভাস্কর্য দেখে অবাকই হয়েছেন হিরো আলম।শিক্ষার্থী উত্তম কুমার শর্মা বলেন, "হিরো আলমের ভাস্কর্য নির্মাণ করে শুধু সম্মান ও ভালবাসাই প্রদর্শন নয়, সকল শিল্পী সমাজকেও শিল্পকর্ম নির্মাণের মাধ্যমে সম্মানিত করেছি। এই সরল সহজ মানুষটি (হিরো আলম) সাম্প্রতিক অসত্‍ ধান্দাবাজ স্বার্থপর রাজনীতির বিপরীতে এক স্বচ্চতার প্রতীক।"
DESCRIPTION OF IMAGE

No comments

Theme images by sndr. Powered by Blogger.