আন্দোলনের তীব্রতর করার লক্ষ্যে প্রথমেই সাফল্য পেলেন প্রাথমিক শিক্ষকরা।
নজরবন্দি ব্যুরোঃ যোগ্যতা অনুযায়ী ন্যায্য বেতন, পিটিটিআই দের নিয়োগ সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইনড টিচার্স অ্যাসোসিয়েশন এর সদস্য শিক্ষকরা। আন্দোলনের প্রথম ধাপেই সাফল্যের মুখ দেখলেন শিক্ষকরা।
WBPTTA এর প্রথম প্রকাশ্য কনভেনশন অনুষ্ঠিত হয় সম্প্রতি। সেই অনুষ্ঠানে শিক্ষকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। আর একেই আন্দোলনের প্রথম ধাপের সাফল্য হিসেবে দেখছেন সদস্য শিক্ষকরা৷ এদিনের কনভেনশনে সিদ্ধান্ত হয়, আগামি ডিসেম্বর থেকে হাইকোর্টে নিয়মিত শুনানির করাতে উদ্যোগী হবেন। সেই সাথে সামনে খোলা রাখছেন সুপ্রিম কোর্টের পথও। নিজেদের দাবি ছিনিয়ে আনতে দৃঢ়প্রতীজ্ঞ শিক্ষকরা ক্রমাগত চাপ বাড়াবেন সরকারের ওপর, জানিয়েছেন আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকরা।
No comments