Header Ads

যৌনহেনস্থা ও ধর্ষন মামলায় অগ্রিম জামিন অলোক নাথের।

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বলিউডে হওয়া #মিটু আন্দোলনের জেরে অনেক পরিচালক-অভিনেতা-প্রযোজকই পড়েছেন বিপাকে। সেই তালিকায় নাম জড়িয়ে ছিল ৬২ বছর বয়সী এই অভিনেতারও।
লেখিকা-প্রযোজক বিনীতা নন্দার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বইয়ের ওশিওয়ারা থানার পুলিশ। এবার সেই মামলায় মুম্বই সেশন কোর্টের অধীনে অগ্রিম জামিন পেলেন অভিনেতা।বিভিন্ন সিনেমায় পরিবারের 'রক্ষণশীল-সংস্কারি'- মুখ্য অভিভাবকের ভূমিকায় অলোক নাথকে অভিনয় করতে দেখা গেছে।

 সেই অভিনেতার বিরুদ্ধেই এহেন অভিযোগে স্তম্ভিত হয়ে গেছেন দর্শক থেকে ইন্ড্রাস্ট্রির কলাকুশলীরাও। বিনীতা নন্দা প্রথমে তাঁর ফেসবুক পেজে অলোকনাথের বিরুদ্ধে অভিযোগ জানান। তার পরে অভিনেত্রী সন্ধ্যা মৃদুল, দীপিকা আমিন ও আরও কয়েকজন মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। ওইসব অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে 'সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন' থেকে বহিষ্কৃত করা হয়েছে অলোক নাথকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.