Header Ads

বিগ বসের পর এবার বলিউডে এন্ট্রি শ্রীশান্তের।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিক্সিং করার অভিযোগে শ্রীশন্ত দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে ক্রিকেট জগত্‍ থেকে মুখ ফেরাতে হয় শ্রীশান্তকে।
এর পর তিনি দক্ষিনি ছবি করেন। এবার বিগবসের প্রতিযোগী রূপে প্রথম বার ছোট পর্দায় দেখা দেন শ্রীশান্ত। বিগবসের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন এই ফাস্ট বোলার।

 খবর পূজা ভাটের ছবি ক্যাবরেট-এ অভিনয় করতে দেখা যাবে শ্রীশন্তকে এবং তাঁর সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করবেন রিচা চাড্ডাও। এছাড়া এই ছবিতে থাকছেন গুলশান গ্রোভারের মতো অভিনেতাও।
DESCRIPTION OF IMAGE

No comments

Theme images by sndr. Powered by Blogger.