Header Ads

"করিনা আমার মা নন"-সারা আলি খান

নজরবন্দি ব্যুরোঃ বলিউড এ পা রেখেই তার সমসাময়িক অনেক নায়িকাকেই পেছনে ফেলে দিয়েছেন সইফ কন্যা সারা।বিভিন্ন সংবাদমাধ্যেমের সামনে পড়লেই তাঁকে অবধারিতভাবে করিনা কাপুরকে নিয়ে প্রশ্ন করা হয়।
এইরকমই এক প্রশ্নের উত্তরে সারা বলেন আমি আমার সৎ মায়ের নই আমি 'পূ'-এর ভক্ত।তিনি আরও বলেন 'আমার করিনা কাপুরের সব ভালো লাগে।তাঁর অভিনয় স্টাইল গ্ল্যামার কথা বলার ভঙ্গী এমনকী উনি যেভাবে সংসার ছেলে অভিনয় সবকিছু সামলাচ্ছেন তা আমার কাছে অনুপ্রেরণার।'কীভাবে বলিউডে টিকে থাকতে হয় তা সেখান আমার মা আর আমি অনুসরণ করে করিনা কে।আমি কখনো উনাকে মায়ের চোখে দেখিনা।
আমার বাবাও কোনোদিন বলেননি উনি তোমার সৎ মা।তাই আমি মনে করি উনি আমার খুব ভালো বন্ধু।শুধু আমার মা বাবা নন করিনা আমাকে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুর মতো গাইড করেছেন এবং করেন।
DESCRIPTION OF IMAGE

No comments

Theme images by sndr. Powered by Blogger.