Header Ads

নিখিল নির্মলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি মেয়রের!

নজরবন্দি ব্যুরো: প্রাক্তন জেলাশাসক নিখিল নির্মলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে আবারও মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন শিলিগুড়ির মেয়র তথা সিপি(আই)এম নেতা অশোক ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর পর সাংবাদিক বৈঠকে গতকাল মেয়র জানান, "আগেই বলেছিলাম নিখিল নির্মল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক রাজ্য সরকার। কিন্তু জানতে পারলাম তাঁকে আরও গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, এসব প্রশ্রয় দেবেন না।
অন্তত একটি বার কড়া পদক্ষেপ নিন"।

দিন কয়েক আগে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে ফালাকাটা থানায় ঢুকে মারধর করেন নিখিল নির্মল ও তাঁর স্ত্রী। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিতর্ক শুরু হয় গোটা রাজ্য জুড়ে।
প্রথমে জেলাশাসককে ছুটিতে পাঠানো হয়। পরে তাঁকে আদিবাসী উন্নয়ন পর্ষদের ম্যানেজিং ডিরেক্টর পদে বদলি করে নবান্ন।
প্রসঙ্গত, এর আগেও এই জেলাশাসকে গ্রেফতারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য।

No comments

Theme images by sndr. Powered by Blogger.