পিছিয়ে থেকেও ইন্দোনেশিয়া মাস্টার্স চ্যাম্পিয়ন সাইনা!
নজরবন্দি ব্যুরো: বহু খেতাব জিতেছেন সাইনা নেহয়াল। এবার ইন্দোনেশিয়া মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন সাইনা।
আজ ফাইনালের প্রথম গেমে ১০-৩ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় চোটের কারণে আর খেলা চালাতে পারেননি ক্যারোলিনা মারিন।
ম্যাচের শুরু থেকেই ব্যাক-ফুটে ছিলেন ভারতীয় স্টার সাইনা।
৩-০তে এগিয়ে যান মারিন। তারপর ক্রমশ ব্যবধান বাড়াতে থাকেন স্প্যানিশ তারকা। গেমের ১১তম পয়েন্টের সময় গুরুতর চোট পান মারিন। ব্যথা সত্ত্বেও খেলা চালিয়ে যেতে থাকেন মারিন। এর পরে চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হলেন তিনি।
ম্যাচের শুরু থেকেই ব্যাক-ফুটে ছিলেন ভারতীয় স্টার সাইনা।
৩-০তে এগিয়ে যান মারিন। তারপর ক্রমশ ব্যবধান বাড়াতে থাকেন স্প্যানিশ তারকা। গেমের ১১তম পয়েন্টের সময় গুরুতর চোট পান মারিন। ব্যথা সত্ত্বেও খেলা চালিয়ে যেতে থাকেন মারিন। এর পরে চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হলেন তিনি।
No comments