আবার বিয়ে করতে চলেছেন শ্রাবন্তী?
নজরবন্দি ব্যুরো: আবার বিয়ে করতে চলেছেন টলি সুন্দরি শ্রাবন্তী। টলিউড সূত্রে পাওয়া খবর অনুসারে, শ্রাবন্তী আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই অভিনেত্রীর বর্তমান প্রেমিকের নাম রোশন সিং।
অনেকে তাঁকে মন্টি নামেই চেনেন। জেট এয়ারওয়েজের কেবিন ক্রু সুপারভাইজারের কাজ করেন, আর শরীরচর্চা। কিক ২ ও কিক ৩ নামে দুটি জিমের মালিক তিনি। এই মন্টির সাথে পরিচয় কিছু দিন আগে জামাইবাবুর সূত্রে।
আপাতত ব্যাপারটা পরস্পরের বাড়িতে যাতায়াত, এক সঙ্গে পার্টি বা ডিনারে যাওয়া- এটুকুতেই আটকে আছে। তবে টলিউড বলছে, নায়িকা নাকি ফের বিয়ের পরিকল্পনা সেরেই ফেলেছেন।
অনেকে তাঁকে মন্টি নামেই চেনেন। জেট এয়ারওয়েজের কেবিন ক্রু সুপারভাইজারের কাজ করেন, আর শরীরচর্চা। কিক ২ ও কিক ৩ নামে দুটি জিমের মালিক তিনি। এই মন্টির সাথে পরিচয় কিছু দিন আগে জামাইবাবুর সূত্রে।
আপাতত ব্যাপারটা পরস্পরের বাড়িতে যাতায়াত, এক সঙ্গে পার্টি বা ডিনারে যাওয়া- এটুকুতেই আটকে আছে। তবে টলিউড বলছে, নায়িকা নাকি ফের বিয়ের পরিকল্পনা সেরেই ফেলেছেন।
No comments