তৃণমূলের বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের ঘটনায় কি বললেন অনুব্রত মণ্ডল?
নজরবন্দি ব্যুরোঃ নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূলের বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের ঘটনায় বিজেপি-র দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন নদিয়ায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা অনুব্রত মণ্ডল। রবিবার কৃষ্ণগঞ্জে বিধায়কের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
অনুব্রত মণ্ডল বলেন, তৃণমূল কর্মীদের মেরে জব্দ করা যাবে না। তৃণমূল কর্মীরা সব ব্যাপারেই তৈরি হয়ে আছেন।এই ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। এই খুনের ঘটনার আইনত ব্যবস্থা নেওয়া হবে। খুনে অভিযুক্তদের ফাঁসি হবে।তিনি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে আরও বলেন বিজেপির কাউকেই ছাড়া হবে না। উল্লেখ্য রবিবার দুপুরে বিধায়কের বাড়িতে অনুব্রত মণ্ডল ছাড়াও গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, নদিয়ার তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত।
অনুব্রত মণ্ডল বলেন, তৃণমূল কর্মীদের মেরে জব্দ করা যাবে না। তৃণমূল কর্মীরা সব ব্যাপারেই তৈরি হয়ে আছেন।এই ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। এই খুনের ঘটনার আইনত ব্যবস্থা নেওয়া হবে। খুনে অভিযুক্তদের ফাঁসি হবে।তিনি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে আরও বলেন বিজেপির কাউকেই ছাড়া হবে না। উল্লেখ্য রবিবার দুপুরে বিধায়কের বাড়িতে অনুব্রত মণ্ডল ছাড়াও গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, নদিয়ার তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত।
No comments