Header Ads

দেশে অবহেলিত স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা, তবু লোকসভায় ভালো ফল করবে বিজেপি, বললেন অমর্ত্য সেন।

নজরবন্দি ব্যুরোঃ ভারতে স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষাকে অবহেলা করা হয়, অভিযোগ করলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তবে তার পরেও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের আশা করছেন তিনি৷

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ভারতে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা কিংবা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প রয়েছে ঠিকই, তবে তা সঠিক পথে চালনা করার যথেষ্ট অভাবও রয়েছে।  টাকা তুলে দেওয়া মানেই তা যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করবে তেমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র ক্রেডিট নিতেই এই স্কিম গুলি চালু করা হয়েছে, তোপ দাগেন অমর্ত্য সেন। দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল বলেই মানুষ প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য হন। এক্ষেত্রে পড়শী দেশ চিনের উদাহরণ দেন তিনি। চিনের অর্থনৈতিক উন্নয়নকে দৃষ্টান্ত হিসেবে স্থির করে এগোনোর কথা বলেন প্রখ্যাত এই অর্থনীতিবিদ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.