ICC র‍্যাঙ্কিং এ ১ নম্বরে ভারতের স্মৃতি।

নজরবন্দি ব্যুরোঃ ICC ক্রমতালিকায় মহিলাদের মধ্যে শীর্ষস্থান দখল করলেন ভারতের স্মৃতি মন্ধনা। নিউজ়িল্যান্ড সিরিজ়ে দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় ওপেনার মন্ধনা।
এক নম্বরে আসার কারণ চলতি মরশুমে মন্ধনার ধারাবাহিকতা। শেষ ১৫ ম্যাচে দুটি সেঞ্চুরির পাশাপাশি করেন ৮টি হাফ সেঞ্চুরি।

 বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন তিনজন ভারতীয় স্পিনার। চার নম্বরে আছেন ঝুলন গোস্বামী। তা ছাড়া পাঁচ ধাপ উপরে উঠে এসেছেন পুনম যাদব ও দীপ্তি শর্মা দুই জনেই। পুনম আছেন ক্রমতালিকায় ৮ নম্বরে। তাঁর থেকে এক ধাপ নিচে আছেন দীপ্তি শর্মা।
Loading...

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.