"দেশের জন্য জীবন দিতে পারি, কিন্তু অন্যায় বরদাস্ত করবো না"- মমতা বন্দ্যোপাধ্যায়।
নজরবন্দি ব্যুরোঃ আদালত অবমাননা সহ একাধিক অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে সিবিআই। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, "দেশের জন্য জীবন দিয়ে দিতে পারি৷ কিন্তু অন্যায় সহ্য করবো না"।
ধর্নামঞ্চ থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লোকসভা নির্বাচনের পর দেখা যাবে মোদী সরকার ক্ষমতায় আসছে না। তৃণমূল চিটফান্ড গড়ে তোলেনি। উল্টে সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করে তাঁর সরকার। গরীব মানুষকে ৩০০ কোটি টাকা দিয়ে সাহায্য করেছে তৃণমূল সরকার।
এরপরেই রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেন মমতা। তিনি বলেন, " সুপ্রিম কোর্টের রায়ে আমি অভিভূত। ওরা অনেক অভিযোগ এনেছে রাজীব কুমারের বিরুদ্ধে। কিন্তু কোর্ট কোনোভাবেই বিভ্রান্ত হয়নি৷ এতে আমি খুশি।"
ধর্নামঞ্চ থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লোকসভা নির্বাচনের পর দেখা যাবে মোদী সরকার ক্ষমতায় আসছে না। তৃণমূল চিটফান্ড গড়ে তোলেনি। উল্টে সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করে তাঁর সরকার। গরীব মানুষকে ৩০০ কোটি টাকা দিয়ে সাহায্য করেছে তৃণমূল সরকার।
No comments