ধর্না চলবে ৮ ফেব্রুয়ারি পরেও, ঘোষণা মমতার
নজরবন্দি ব্যুরোঃ গতকাল সিপির বাড়ির সামনে সিবিআই হানা দেয়। নজিরবিহীনভাবে আটক করা হয় সিবিআই আধিকারিকদের। রাজ্য-কেন্দ্র সংঘাত ফের চরমে উঠল এর ফলে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই বনাম কলকাতা পুলিশের মধ্যে ধুন্ধুমার-কাণ্ড ঘটে।
এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তিনি ধর্নায় বসবেন। সেইমতো গতকাল রাত থেকে তিনি মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসে পড়েন। আজ তিনি ঘোষণা করেন এই ধর্না চলবে ৮ই ফেব্রুয়ারির পরও।
এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তিনি ধর্নায় বসবেন। সেইমতো গতকাল রাত থেকে তিনি মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসে পড়েন। আজ তিনি ঘোষণা করেন এই ধর্না চলবে ৮ই ফেব্রুয়ারির পরও।
No comments