রীতেশের খুনের পিছনে আছে অনেকের হাত, জানালেন মন্ত্রী
নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগেই খুন হন কাঁথির তৃণমূল নেতা রীতেশ রায়। এই রীতেশ আবার মন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই রীতেশ মৃত্যু প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, কান টানলে মাথা আসবে।
গতকাল দুরমুঠে সমবায়ের কৃষি উন্নয়ন সমিতিতে নিয়ে আসা হয় রীতেশ রায়ের মৃতদেহ। তাঁর মৃতদেহে মালা দিয়ে শোকজ্ঞাপন করেন মন্ত্রী।
শুভেন্দু-বাবু আরও বলেন, "যে ওঁকে ফোন করে হুগলিতে নিয়ে গেছে তাকে ধরতে পারলেই সব বিষয় পরিষ্কার হয়ে যাবে।
কারণ ওঁর মৃত্যুর পিছনে কোনও একটা মাথা কাজ করেনি। অনেক মাথা আছে। তাই কান টানলেই মাথা তো আসবে। আমি পুলিশকে বলেছি তদন্ত করতে। মানিকের স্ত্রী ও ছেলে পুলিশকে সবরকম সাহায্য করবে বলেছে। শবদাহের কাজ শেষ হলে ওরা পুলিশকে সবরকম সাহায্য করবে। আমার প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে।"
শুভেন্দু-বাবু আরও বলেন, "যে ওঁকে ফোন করে হুগলিতে নিয়ে গেছে তাকে ধরতে পারলেই সব বিষয় পরিষ্কার হয়ে যাবে।
কারণ ওঁর মৃত্যুর পিছনে কোনও একটা মাথা কাজ করেনি। অনেক মাথা আছে। তাই কান টানলেই মাথা তো আসবে। আমি পুলিশকে বলেছি তদন্ত করতে। মানিকের স্ত্রী ও ছেলে পুলিশকে সবরকম সাহায্য করবে বলেছে। শবদাহের কাজ শেষ হলে ওরা পুলিশকে সবরকম সাহায্য করবে। আমার প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে।"
No comments