মূর্তি মামলায় সুপ্রিমকোর্টে বড় ধাক্কা খেল বিএসপি সুপ্রিমো মায়াবতী।
নজরবন্দি ব্যুরোঃ জনতার টাকায় বহুমূল্য মূর্তি গড়েছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এই প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টে মামলা করা হয়েছিল। এবার তাতেই বড়সড় ধাক্কা খেলেন তিনি। আজ সুপ্রিমকোর্টের চিফ জাস্টিস রঞ্জন গগৈ এদিন জানান, জনতার টাকায় গড়া সমস্ত মূর্তির খরচের টাকা ফিরিয়ে দিতে হবে মায়াবতীকে। এই বিষয়ে আগামী ২ রা এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিনও ঘোষণা করে দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন জায়গায়বিএসপি নেতা ও তাঁর নিজের মূর্তি নির্মাণ করার নির্দেশ দেন। যে নির্মাণ কাজে মোট ২,৬০০ কোটি টাকা খরচ হয়েছে। যার ফলে রাজ্যের তহবিলে ১১১ কোটি টাকার ঘাটতি পড়ে যায় বলে অভিযোগ ওঠে মায়াবতীর বিরুদ্ধে। সেই মামলারশুনানিতে এবার মায়াবতীকে সমস্ত টাকা ফেরতের নির্দেশ দিল আদালত।
No comments