অনৈতিক ভাবে ৫১৯ জন শিক্ষক বদলির অভিযোগ!
কিন্তু বিভিন্ন জেলা থেকে এই শিক্ষক বদলি নিয়ে অনিয়মের অভিযোগ আসছে।
এই রকম একটি জেলা হল বাঁকুড়া।
জানা গিয়েছে, বাঁকুড়া জেলা জুড়ে অনৈতিক ভাবে প্রায় ৫১৯ জন শিক্ষকের বদলির নির্দেশিকা ধরানো হয়েছে। শিক্ষকরা এই বদলিকে অনৈতিক আখ্যা দিচ্ছেন। কিন্তু রাজ্য সরকার এই বদলিকে সার-প্লাস শিক্ষক হিসাবে বদলি করা হল বলে জানিয়েছেন। যদিও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আবেদন এই বদলি হোক নিয়ম মেনে।
No comments