পিআরটি-র দাবি সহ বদলি-র ড্যামেজ কন্ট্রোলে 'দিশাহীন মিছিল' তৃনমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের!
নজরবন্দি ব্যুরোঃ একের পর এক শিক্ষক আন্দোলনে জেরবার রাজ্য সরকার। পাশাপাশি চরম বিড়ম্বনায় রাজ্যের শাসক দলের প্রাথমিক শিক্ষক সংগঠন। পাশাপাশি গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে ৩০০০ প্রাথমিক শিক্ষকের বদলি। এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোল করতে তৃনমূল পথে নামাল তাদের শিক্ষক সংগঠন কে।
করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করল তৃনমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন। কিন্তু দাবি কি আর কার বিরুদ্ধেই বা মিছিল? সে প্রশ্নের যথাযত উত্তর পাওয়া যায়নি। তৃনমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের মিছিল পিআরটি স্কেল বা 'অনৈতিক' বদলির বিরুদ্ধে নয় তাঁদের অভিযোগ শিক্ষায় গৈরিকীকরণ হচ্ছে আর তার বিরুদ্ধেই এই মিছিল! মিছিলের মূল স্লোগান ছিল মোদী হটাও দেশ বাঁচাও।
তৃনমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষে সভাপতি অশোক রুদ্র বলেছেন, বদলির সমস্যা খুব দ্রুত শিক্ষামন্ত্রীর সাথে আলচনা করে মিটিয়ে নেওয়া হবে। কিন্তু পিআরটি স্কেলের কি হবে? সে নিয়ে অবশ্য কোন উচ্চবাচ্য করেননি কেউ! তৃনমূলের এই মিছিল কে দিশাহীন এবং লোকদেখানো বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।
তৃনমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষে সভাপতি অশোক রুদ্র বলেছেন, বদলির সমস্যা খুব দ্রুত শিক্ষামন্ত্রীর সাথে আলচনা করে মিটিয়ে নেওয়া হবে। কিন্তু পিআরটি স্কেলের কি হবে? সে নিয়ে অবশ্য কোন উচ্চবাচ্য করেননি কেউ! তৃনমূলের এই মিছিল কে দিশাহীন এবং লোকদেখানো বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।
No comments