Header Ads

পাহাড়ে অশান্তি এড়াতে এলেন না গুরুং! জানাল নেতৃত্ব

নজরবন্দি ব্যুরো: বিমল গুরুং পাহাড়ে এলে হিংসা ছড়াতে পারে। পাহাড়ে বিজেপি ও তার সহযোগী মোর্চা ও GNLF-এর সমর্থিত প্রার্থী এমনিই জিতবেন। তাই অশান্তি এড়াতেই পাহাড়ে এলেন না গুরুং।
আজ সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন গুরুংপন্থী মোর্চার প্রবক্তা বি পি বাজগাঈ।
শিলিগুড়ির কাছের একটি হোটেলে সাংবাদিক বৈঠকে আজ হাজির ছিলেন গুরুংপন্থী বেশকিছু নেতারা। তাঁরা বলেন, "গুরুংকে স্বাগত জানাতে আমরা কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছিলাম বিমানবন্দরে আসার জন্য। কিন্তু খবর ছড়িয়ে পড়তেই বহু গুরুংপন্থী সাধারণ মানুষও এখানে এসে উপস্থিত হন। অপরদিকে আমাদের কাছে খবর আসতে শুরু করে বিভিন্ন এলাকায় জমায়েত হয়েছেন আরও কিছু মানুষ। .
তারা বিমান বন্দরে বিক্ষোভ দেখাতে যান। বিনয়পন্থী মোর্চার নেত্রী ও GTA প্রশাসনিক বোর্ডের সদস্য ছিরিং ডাহালও ছিলেন সেখানে। ফলে দুই পক্ষের মধ্যে কোনও কারণে গণ্ডগোল লাগলে তা পাহাড়ে হিংসার রূপ নিতে পারে। সেই আশঙ্কা থেকে দুপুরে মোর্চার সেন্ট্রাল কমিটি সিদ্ধান্ত নেয় আপাতত আসবেন না বিমল গুরুং।"

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.