বালিপাথর তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেল শ্রমিকের দেহ! চলছে তল্লাশি।
হরিপদ পাল: রবিবার সন্ধ্যায় বালিপাথর তুলতে গিয়ে রায়ডাক নদীতে উলটে গেল বালিপাথর তোলার কাজে ব্যবহৃত নৌকা। নৌকা উলটে নিখোজ এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের গোচিমারী সংলগ্ন এলাকায় রায়ডাক নদীর বুকে। বর্ষার খরস্রোতা নদী থেকে বালিপাথর তোলার সময় রবিবার সন্ধ্যায় নৌকা উলটে যাওয়ায় নৌকায় বালি-পাথর তোলার কাজে নিযুক্ত চালক সহ ৫ জনই জলে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৩ জন যুবক চালক মৃনাল রায় সহ ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনেশ্বর রায়(৪৯) গতকাল সন্ধ্যার ঘটনার পর থেকে নিখোঁজ। রবিবার রাতেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার সকাল সকাল কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি আউটপস্টের পুলিশ, এস ডি আর এফ এবং সিভিল ডিফেন্সের কর্তারা দুটি বোট রায়ডাক নদীতে নামিয়ে দিনভর তল্লাশি চালায়।
এদিন উদ্ধারকারী দলের সাথে কামাখ্যাগুড়ি পুলিশ আউটপোস্টের ওসি আকিব হোসেন খান নিজেও উপস্থিত ছিলেন। পাশাপাশি কুমারগ্রাম ব্লকের বিডিও লাকপা শেরিং ভুটিয়াও এদিন ঘটনাস্থলে যান।
কামাখ্যাগুড়ি পুলিশ আউটপোস্টের ওসি আকিব হোসেন খান জানান, ‘আজ দুটি বোটে করে দিনভর তল্লাশি করেও দেহের খোঁজ মেলেনি। আগামীকাল পুনরায় তল্লাশি চলবে
Loading...
No comments