Header Ads

বাবা ধাম থেকে ফেরার পথে পথ দূর্ঘটনায় মৃত্যু ৪ জনের।

হরিপদ পালঃ বাবা ধাম থেকে ফেরার পথে পথ দূর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হলো ৪ জনের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার উত্তর মেন্দাবাড়ি এলাকায় ৩১ সি জাতীয় সড়কে। সোমবার সকালে একটি ছোটো গাড়িতে করে বাড়ি ফিরছিলেন কামাখ্যাগুড়ি রথখোলা এলাকার ৭ জন।
উত্তর মেন্দাবাড়িতে হাসিমারা গামী একটি বড় লরির সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচরে যায় যাত্রীবাহী ছোটো গাড়িটি। ঘটনা স্থলেই মৃত্যু ঘটে গাড়ির চালক, এক মহিলা ও একজন পুরুষের। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাবার সময় মৃত্যু ঘটে ৯ বছরের এক শিশু কন্যার। গাড়িতে থাকা আরো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। চালক ছাড়া দূর্ঘটনায় মৃত ৩ জন একই পরিবারের সদস্য। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে কামাখ্যাগুড়ি রথখোলা এলাকায়। কালচিনি থানার পুলিশ ২ টি গাড়িকেই আটক করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.