Header Ads

আবার কোচ হন রবি ভাই। চাইছেন বিরাট।

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন অধিনায়ক ও কোচ রাবি ও বিরাট। সাংবাদিকদের এতদিন ধরে ওঠা নানান বিতর্কিত প্রশ্নের উত্তর দিতে হল বিরাটকে। এই সফরের পর কোচের মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। ফলে এটাই তার শেষ সফর। নতুন কোচ নেবার জন্য বিজ্ঞাপনও দিয়েছে বোর্ড। এই সবের মধ্যেই আবার রবি শাস্ত্রীকেই আবার কোচ হিসেবে চেয়ে ফেললেন বিরাট।
ক্যারিবিয়ান সফরে উড়ে যাওয়ার আগে সোমবার সাংবাদিক সম্মেলনে কোহলি সাফ জানিয়েছেন যে তিনি রবি শাস্ত্রীকেই আরও কিছুদিন ভারতীয় দলের হেড কোচ হিসেবে দেখতে চান। বিশ্বকাপের সেমিফাইনাল হারলেও ভারতীয় দল যে রবি শাস্ত্রী কোচিংয়ে খুব একটা খারাপ পারফরম্যান্স করেনি তা এদিন ফের একবার মনে করিয়ে দিলেন বিরাট ।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.