শিয়ালদা ব্রিজের পর কোলকাতার আরও ২টি সেতু বন্ধ হতে চলেছে মেরামতির জন্য।
নজরবন্দি ব্যুরোঃ শিয়ালদহের বিদ্যাপতি সেতুর পর, স্বাস্থ্যপরীক্ষার জন্য বন্ধ হতে চলেছে শহরের আরও দু'টি গুরুত্বপূর্ণ সেতু। দক্ষিণ কলকাতার বিজন সেতু ও উত্তর কলকাতার অরবিন্দ সেতু । সত্তরের দশকে বাম জমানার শুরুর দিকে এই সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়। মাঝে মধ্যে অল্প স্বল্প রক্ষণাবেক্ষণ হয় কিন্তু তা আরও বেশি মাত্রায় জরুরি। তাই কেএমডিএ-র তরফে জানানো হয়েছে ৭২ ঘন্টা বন্ধ রেখে এর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কলকাতার পুরনো সেতুগুলির মধ্যে একটি হল অরবিন্দ সেতু। ষাটের দশকে তৈরি করা হয়েছিল এটি।
সোনা যাচ্ছে এর সবকটি বেয়ারিং নষ্ট হয়ে গিয়েছে। এই সেতুর ওপর দিয়েই যানবাহন গৌড়ি বাড়ির দিক থেকে উল্টোডাঙার দিকে যায়। বেয়ারিংগুলি ঠিক না করলে সেতুর অবস্থা আরও খারাপ হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। টানা ৩দিন যদি দুই সেতু বন্ধ থাকে সেক্ষেত্রে ব্যাপক যানজটের মুখে পড়তে পারে শহর। যদিও ভোগান্তি এড়াতে বিকল্প রাস্তার ব্যবস্থা করবে পুলিশ । এবং তা আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে পরিবর্তিত রাস্তার তথ্য।
Loading...
No comments