Header Ads

এবার সূর্য অস্ত যাওয়ার পালা, সম্পাদক পদে উঠে আসছে তিনটি নাম

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে চরম ব্যর্থ বামফ্রন্ট তথা সিপিআই(এম)। শতাংশের হিসাবে ভোট নেমে দাঁড়িয়েছে ৬ শতাংশের একটু বেশি। আর এর পর থেকে সিপিআই(এম) এর দুর্বল নেতৃত্বের কথা বার বার সামনে চলে আসছে।
দলের বিভিন্ন আলোচনায় নেতৃত্বের বদলের প্রসঙ্গ উঠে আসে। রাজনৈতিক মহলের একটা অংশের অনুমান এবার সরতে হবে সূর্যকান্ত মিশ্রের। এক কথায় বললে সূর্য অস্ত যাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র।

সামনেই বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে মুখোমুখি হতে হবে নতুন নেতৃত্বকে সামনে রেখে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ১৫ অগাস্টের মধ্যে রিপোর্ট জমাব দিতে হবে রাজ্য কমিটির সদস্যদের। নেতৃত্বে রদবদলের প্রশ্নে পদ খোয়াতে পারেন বর্তমান রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর বদলে মূলত ৩ টি নাম উঠে আসছে। তাঁদের মধ্যে রয়েছেন, মহঃ সেলিম, সুজন চক্রবর্তী এবং মৃদুল দের নাম।
সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে ২০১৬-র বিধানসভা নির্বাচনই, পঞ্চায়েত নির্বাচন কিংবা ২০১৯-এর লোকসভা, রাজ্যে গোহারা হারতে হয়েছে সিপিআই(এম)-কে। তবে এর পিছনে যে দুর্বল সংগঠন দায়ী, তা অবশ্যই মানছেন সিপিআই(এম) নেতৃত্ব। নতুন নেতৃত্বকে সামনে রেখে এখন থেকে লড়াইয়ের প্রস্তুতি শুরু করলে, বিধানসভাতে ঘুরে দাঁড়ান সম্ভব বলে মনে করছেন সিপিআই(এম) নেতৃত্বের একটা বড় অংশ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.