Header Ads

‘কাটমানি নেওয়া শুরু বাম আমলে’ বললেন কান্তি গাঙ্গুলি। চরম অস্বস্তিতে সিপিএম।

নজরবন্দি ব্যুরোঃ ‘কাটমানি’ এই একটি কথা রাজ্য রাজনীতি তোলপাড় করে তুলেছে গত ২ মাস ধরে। এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছেন সিপিএম সহ রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যের বিভিন্ন জায়গাতে কাটমানি নিয়ে চলছে আন্দোলন, তৃণমূল নেতাদের বাড়িতে হামলার অভিযোগ আসছে কেও কাটমানির টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। আর রাজ্যে যখন এই পরিস্থিতি চলছে ঠিক তখনি সিপিআইএম এর প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির এক মন্তব্বে প্রবল অস্বস্তিতে রাজ্য বামফ্রন্ট। এক প্রথম শারীর সংবাদ মাধ্যম কে তিনি বলেছেন “কাটমানির জন্ম বাম আমলেই। সেই সময় পঞ্চায়েত স্তরে ‘কাটমানি’ নেওয়া হত।
 ২০০৮ সালের পর থেকে পঞ্চায়েত স্তরে দলের অনেক নেতা এই দোষে দুষ্ট ছিল। দলকে আমি একাধিকবার একথা জানিয়েছিলেন কিন্তু লাভ হয়নি। দল এই দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছিল”। কিছুদিন আগে আর এক নেতা তন্ময় ভট্টাচার্যের মন্তব্বে বিরক্তি প্রকাশ করেছিল দল, তাঁকে সাবধান করেছিল এবং তারপর রাজ্য কমিটির বৈঠকে দলীয় নেতাদের সংবাদমাধ্যমের সামনে সাবধানি হতে বলা হয়। এর পরে আবার এই প্রবীণ নেতার মন্তব্য প্ররোচনা বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব।
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.