Header Ads

এবার বাজারে আসছে পকেট এসি!

নজরবন্দি ব্যুরো: এবার গরমের হাত থেকে স্বস্তি দিতে পকেট এসে আনতে চলছে সনি। জামার ভিতরে এই এসি ব্যবহার করা যাবে। আর তাহলেই ঠাণ্ডা থাকবে গোটা শরীর। গতকাল শনি এই পকেট এসির ভিডিও বাজারে ছাড়ে।
এই এসির নাম 'রিওন পকেট'। দেখতে অনেকটা স্মাট ফোনের মতন। যদিও আকারে ফোনের থেকে কিছুটা ছোট হবে। জামা বা গেঞ্জির ভিতর রাখতে পারবেন এই এসিটি। এই এসি নিয়ন্ত্রণ করা যাবে স্মাট ফোনের সাহায্যে।
বাড়িতে ব্যবহৃত এসির মতন কাজ করবে এই পকেট এসি।
জামার ভিতর থেকে গরম হাওয়া বের করে ঠাণ্ডা হাওয়া ঢোকানোতে সাহায্য করবে এই এসি। আর এর ফলে শরীর ঠাণ্ডা থাকবে। একবার চার্জ দিলে তা চলবে প্রায় ২৪ ঘণ্টা। এই এসির দাম পড়বে ৮ হাজার টাকার একটু বেশি।

যদিও গত বছর এম্বার ওয়েভ নামক এক কোম্পানি প্রথম এই পকেট এসি বাজারে নিয়ে আসে। আর এবছর সনি বাজারে নিয়ে এল অনেক সস্তায় এই পকেট এসি। যা সাধারণের নাগালের মধ্যে। তবে এখনি এই এসি বাজার থেকে কিনতে পারবেন না। ২০২০ সালের মার্চে বাজারে আসবে এই এসি। 
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.