Header Ads

এবার বড় পর্দায় এক সাথে মিয়াঁ-বিবি।

নজরবন্দি ব্যুরোঃ বলিউডে এই মুহূর্তে খুব একটা সময় ভালো যাচ্ছে না এস আর কে-র। কারণ বিগত বেস কয়েকটা ছবি বক্স অফিসে সারা ফেলতে পারেনি সেভাবে। তিনি নিজেই বলেছিলেন আবার কবে ছবি করব জানি না। কিন্তু সুত্রের খবর করণ জোহরের প্রযোজনায় ও পুনিত মালহোত্রার পরিচালনা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে।
 আর শুধু তাই নয় আরও খবর এই ছবিতে অভিনয় করবেন খান পত্নী গৌরি। প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে বড় পর্দায় হাজির হবেন তিনি। তবে গৌরিকে কি ভূমিকায় দেখা যাবে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় কেউ কেউ বলছেন, দর্শকদের সিনেমা হলের আনার জন্য কৌশল হিসেবে গৌরিকে বড় পর্দায় আনতে চাইছেন শাহরুখ। এবার দেখা যাক বউ এর ভাগ্যে স্বামীর ভাগ্য ফেরে কি না।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.