Header Ads

সেমিফাইনালের বল গড়াবে তো? কি বলছে আবহাওয়া দফতর? জনুন।

নজরবন্দি ব্যুরোঃ ওল্ড ট্র্যাফোর্ডের বাইশ গজে সেমি ফাইনালের বল গড়াবে তো? এমনই আশঙ্কায় এখন থেকেই কাঁপুনি ধরছে সমর্থকদের। বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে লিগের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। দুই দলের সেমি ফাইনালেও বর্ষা কাঁটা হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। মঙ্গলবার ম্যাঞ্চেস্টার আকাশ মেঘলাই থাকবে।
 মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ অর্থাত্ ম্যাচ শুরুর ঠিক আধ ঘণ্টা আগে বৃষ্টি হওয়ার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেরি করে শুরু হতে পারে খেলা। বেলা একটার পর আকাশ পরিষ্কার হতে পারে। তাহলে পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু আবহাওয়ার এই রকম অবস্থার ফলে আরও বেশ কিছু ঘণ্টা বেশ চাপে থাকবেন ক্রিকেট সমর্থকরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.