Header Ads

মধ্যস্থতাকারীরা ঐক্যমত তৈরিতে ব্যর্থ, ৬ই আগস্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত শুনানি হবে অযোধ্যা মামলার।

নজরবন্দি ব্যুরোঃ অযোধ্যা মামলায় মধ্যস্থতাকারীরা ঐক্যমত তৈরিতে ব্যর্থ হয়েছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে মেলেনি কোনওরকম সমঝোতার আশ্বাস। আগামী ৬ই আগস্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত শুনানি হবে অযোধ্যা মামলার। শুক্রবার তিন সদস্যের প্যানেলের রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। রিপোর্টে থাকা গোপনীয় তথ্য সম্পর্কে অবশ্য কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার মুখবন্দি খামে রিপোর্ট জমা করা হয় প্রাক্তন বিচারপতি কালিফুল্লার নেতৃত্বাধীন কমিটির তরফে।
তাতে কমিটি গঠন হওয়ার পর থেকে ৩১ জুলাইয়ের আগে পর্যন্ত মধ্যস্থতা সংক্রান্ত সমস্ত তথ্য আছে। প্রসঙ্গত গত ৮ মার্চ ৩ সদস্যের একটি মধ্যস্থতাকারী কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। আপোষে মামলাটি মিটিয়ে ফেলার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি ফকির মহম্মদ খালিফুল্লার সভাপতিত্বে গঠিত হয় ওই কমিটি। এছাড়াও ওই কমিটিতে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর ও মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী শ্রীরাম পাঁচু। আদালতের নির্দেশ ছিল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ওই কাজ করতে হবে। সমস্যা সমাধানের জন্য আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয় কমিটিকে।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.