Header Ads

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা।

নজরবন্দি ব্যুরোঃ কদিন আগেই অসুস্থ হয়ে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা। আর আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিলো ৭১ বছর। ফুসফুস ও হৃৎপিণ্ডের বেশকিছু সমস্যা ছিল তাঁর। ১৯৬৮ সালে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী।

 তারপর ১৯৯৬ সালে তাঁর স্বামী মারা যান। এর পর আবার বিয়ে করেন বিদ্যা কিন্তু সে বিয়েও টেকেনি। হৃষিকেশ মুখোপাধ্যায়, বাসু চট্টোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন বিদ্যা। অভিনেতা অমল পালেকরের সঙ্গে জুটি বেঁধে ‘রজনীগন্ধা’, ‘ছোটি সি বাত’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল ।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.