Header Ads

১১ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন দিয়া মির্জা!

নজরবন্দি ব্যুরোঃ গত বছরই দীর্ঘ ২০ বছরের বিবাহিত জীবন ভেঙে দিয়েছিলেন অর্জুন রামপাল ও মেহর জেসিয়া। আর এবছর আরও নায়িকার বিবাহিত জীবনের ইতি টানলেন। তিনি হলেন দিয়া মির্জা। দিল্লীতে বিয়ে করেন দিয়া ও সাহিল। সেই বিয়েতে উপস্থিত ছিলেন অনেক বলিউড তারকা। সেই ১১ বছরের সম্পর্ক ভেঙে যাবার ঘটনা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন দিয়া।

 তিনি লিখেছে “ দীর্ঘ ১১ বছর একসঙ্গে থাকার পর দু'জনে যৌথভাবেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, আছে ও থাকবে। পরিবারের সবাইকে ও বন্ধুদের ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে আছেন। এই সময়ে আমরা চাই সবাই যেন আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করে”।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.