শতবর্ষের আবহে জয় দিয়ে মরসুম শুরু করল ইস্টবেঙ্গল।
নজরবন্দি ব্যুরোঃ বৃষ্টি ভেজা ইস্টবেঙ্গল মাঠ শনিবার ছিল পরিপূর্ণ। শতবর্ষের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সমর্থকরা আবেগে ১৩ তারিখ ক্লাবের অনুষ্ঠান। তার আগে ডুরান্ড দিয়ে মরসুম শুরু করল ইস্টবেঙ্গল। কিন্তু ডুরান্ডে সিনিয়র দল নামানো হবে নাকি জুনিয়র। দিনকয়েক আগেও এনিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সেনার অনুরোধে শেষমেশ পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামার কথা ঘোষণা করেছিলেন কোচ আলেজান্দ্রো। আর শুরুতেই এল সাফল্য। খেলা শুরুর পর প্রথমে লাল-হলুদ কে দেখে বেশ কষ্টই হচ্ছিল সমর্থকদের।বার পোস্ট লেগে বারবার ফিরল বল।
তবে কি ডুরান্ডের প্রথম ম্যাচে জয় অধরা থাকবে? প্রথমার্ধের যার জন্য গোল পেলেন না ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে সেই হলেন ভিলেন। বক্সের ভিতর বিদ্যাসাগরকে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল আর্মি রেডের গোলকিপারকে। আর এই সুযোগের সদ্ব্যবহার করেই জোড়া গোল করল ইস্টবেঙ্গল। কোনও দল ১০ জনে নেমে গেলে প্রতিপক্ষ নিউমেরিক্যাল অ্যাডভান্টেজের সুবিধা নেয়। শেষের কয়েক মিনিটে আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। নব্বই মিনিটে সেই আক্রমণ থেকেই গোল করেন বিদ্যাসাগর।
তবে কি ডুরান্ডের প্রথম ম্যাচে জয় অধরা থাকবে? প্রথমার্ধের যার জন্য গোল পেলেন না ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে সেই হলেন ভিলেন। বক্সের ভিতর বিদ্যাসাগরকে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল আর্মি রেডের গোলকিপারকে। আর এই সুযোগের সদ্ব্যবহার করেই জোড়া গোল করল ইস্টবেঙ্গল। কোনও দল ১০ জনে নেমে গেলে প্রতিপক্ষ নিউমেরিক্যাল অ্যাডভান্টেজের সুবিধা নেয়। শেষের কয়েক মিনিটে আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। নব্বই মিনিটে সেই আক্রমণ থেকেই গোল করেন বিদ্যাসাগর।
Loading...
No comments