Header Ads

বলিউডে আবার যিশু।এবার বিদ্যার বিপরীতে।

নজরবন্দি ব্যুরোঃ বিদ্যা বালানের বিপরীতে একটি বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি। শকুন্তলা দেবীর বায়োপিকে প্রধান চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। শকুন্তলা দেবী একজন লেখিকা এবং তাঁকে ক্যালুলেটর মানুষও বলা হয়ে থাকে। ছবিতে তাঁরই স্বামীর ভূমিকায় দেখা যাবে যিশুকে। ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন। এই ছবিতে বিদ্যা বালান রয়েছেন গণিতজ্ঞের ভূমিকায়। এখনও প্রি প্রোডাকশনের কাজ শেষ হয়নি ছবির।
খুব তাড়াতাড়িই শুটিং ফ্লোরে আসতে চলেছে শকুন্তলা দেবীর বায়োপিক। যদিও এটিআরের বায়োপিকের মাধ্যমেই তেলুগু ছবিতে হাতেঘড়ি হয়ে গিয়েছে অভিনেতার। আর সেই ছবিতেই বিদ্যা বালানের সঙ্গে কাজ করেছেন যিশু। প্রসঙ্গত গত সপ্তাহেই যিশু ও আবীর অভিনীত বাংলা ছবি ‘বর্ণপরিচয়’ মুক্তি পেয়েছে। এয়ার আগেও বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করে সুনাম অর্জন করেছেন এই বাঙালি অভিনেতা।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.