মোদী সরকার কে ব্রিটিশ জামানার সঙ্গে তুলনা করলেন কানহাইয়া কুমার।
নজরবন্দি ব্যুরোঃ বর্তমান কেন্দ্রীয় সরকারকে ভারতে ব্রিটিশ রাজের সঙ্গে তুলনা করলেন সিপিআইয়ের তরুণ নেতা কানহাইয়া কুমার। তিনি আজ কোলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে বক্তব্য রাক্তে গিয়ে কানাহাইয়া বলেন ‘ব্রিটিশদের নীতি ছিল 'ডিভাইড অ্যান্ড রুল'। তারা চাইত ভারতের মানুষ যাতে নিজেদের মধ্যেই দ্বন্দ্বে ব্যস্ত থাকে। বিজেপিও এখন তা-ই করছে। তারা কখনও ধর্মের নামে, কখনও নাগরিকপঞ্জির নামে মানুষকে ভাগ করছে, দ্বন্দ্ব লাগাচ্ছে’।
তাঁর আরও মন্তব্য ‘বাণিজ্যের নাম করে এখানে এসে ব্রিটিশেরা ভারতকে পরাধীন করেছিল। এখনকার শাসকেরা বিকাশের নাম করে এসে গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পদানত করছে। লাভবান হচ্ছে শুধু অম্বানী-আদানিরা’। তিনি মনে করেন সরকারের বিরুদ্ধে রাস্তাই নেমে আন্দোলন করতে হবে। প্রতি দিন মানুষকে বোঝাতে হবে তাঁদের আসল সমস্যা কথায়। তাঁদের দুর্দশায় পাশে থাকতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে জোটবেঁধে লড়তে হবে বিরোধীদের। তবেই হবে সঠিক বিচার।
Loading...
No comments