Header Ads

ভর সন্ধ্যায় তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল কোলকাতার বিবাদী বাগ!

নজরবন্দি ব্যুরোঃ সন্ধ্যায় কেঁপে উঠল কলকাতার জনবহুল এলাকা। বিবাদী বাগের কাছে মেট্রো প্রকল্পের পাশে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। কিন্তু এটা দুর্ঘটনা না নাশকতা এই বিষয় এখনও তা জানতে পারেনি পুলিশ।
 বিস্ফোরণের তীব্রতায় ফুটপাতে ২০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা স্টিফেন হাউজ চত্বরে। চলছে তল্লাশি। মাটির নিচে বিস্ফোরণ ঘটেছে বলেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আজ রবিবার ছুটির দিন থাকায় বিবাদী বাগ চত্বরে ভিড় কম ছিল। তবে সপ্তাহের প্রথম বা মাঝামাঝি সময়ে এই বিস্ফোরণ ঘটলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারতো ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.