Header Ads

পুজোতে "হ্যালো হুগলী" ফেসবুক গ্রুপের উদ্যোগে জামা-কাপড় বিতরণ।

নজরবন্দি ব্যুরোঃ "হ্যালো হুগলী" ফেসবুকের একটি গ্ৰুপ যেটি মূলত জাতী ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর একটি অরাজনৈতিক মিলনস্থল।গ্ৰুপের পথ চলা শুরু গত জুন মাসে এবং বর্তমান সদস্য সংখ্যা দুই হাজার চারশোর বেশি।গ্ৰুপের এ্যডমিনদের পক্ষ থেকে সমস্ত গ্ৰুপের সদস্যদের মহালয়ার দিন কিছু দুঃস্থ মানুষের হাতে নতুন ও ব্যবহারযোগ্য পুরাতন জামা-কাপড় তুলে দেওয়ার জন্য আবেদন করা হয়।আবেদনে সদস্যদের স্বতঃস্ফূর্ত সাড়া পরে। তিনটি ইটভাটায় ও ব্যন্ডেল স্টেশনে সেই সমস্ত জামাকাপড় ও পেন বিলি করা হয়।মোট পাঁচশ মানুষের হাতে ১৫০০+ জামাকাপড় ও ৩০০ শিশুর হাতে পেন তুলে দেওয়া হয়।
 সমস্ত কর্মকান্ডে উপস্থিত ছিলেন গ্ৰুপের পক্ষ থেকে, এ্যডমিন সাহেব, শ্রেয়া মুখার্জি, দেবায়ন,সেন মহাশয় ও সুশান্তরা বলেন আগামী দিনেও তারা এই কর্মকান্ডেকে মানুষের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে চান।সকলকে এই উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তারা। ভবিষ্যতে হাসপাতালে রক্তদান,ফল বিতরণ কর্মসূচি,ও অনাথ আশ্রম এবং ফুটপাতে থাকা শিশুদের মুখে দুপুরের আহার তুলে দেওয়ার পরিকল্পনা আছে।এই সমস্ত কর্মসূচীতে আমাদের শারীরিক ও মানসিক ভাবে সাহায্য করেছে পিন্টু দা, বাবুলাল মামা, ঝুণু দি, বান্টি, ভাস্কর,ভুতো,সৌকত,দুলু,সুমন,ভবোতোষ অনামিকা,তপন, ছোট্ট আর্য ও দেবকল্প সহ অনেকেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.