Header Ads

হাটে হাঁড়ি ভাঙলেন লালুর পুত্র বধূ ঐশ্বর্য।

নজরবন্দি ব্যুরোঃ অনেক দিন ধরেই পরিবারের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে থাকে বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যে। এবার সেই দ্বন্দ্ব প্রকাস্যে এল আর ভাল ভাবে লালু প্রসাদের ছেলে তেজের প্রাক্তন স্ত্রী ঐশ্বর্য মুখ খুলেছেন ডিভোর্সের বিষয়ে। তাতে উঠে এসেছে লালু পরিবার সম্পর্কে একাধিক অভিযোগ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান তাঁর সংসারে ভাঙনের নেপথ্যে রয়েছেন লালু কন্যা মিশা ভারতী। লালু পরিবারের বিরুদ্ধে তিনি তোপ দেগে বলেন, তাঁকে শ্বশুরবাড়িতে খেতে দেওয়া হত না। প্রতিদিন তাঁর বাপের বাড়িথেকে পাঠানো খাবার খেতে হয়েছে ঐশ্বর্যকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.