Header Ads

গলায় গান সাথে বাইক স্ট্যান্ট; নতুন রূপে মিমি!

নজরবন্দি ব্যুরোঃ টলি সুন্দরী মিমি চক্রবর্তীকে এবার দেখা যাবে বাইক স্ট্যান্ট নিয়ে গান গাইতে। শুধু গান নয় মিমি স্ট্যান্টও করেছেন। সম্প্রতি  রিলিজ হওয়া একটি ভিডিও তে নতুন রূপে দেখা যাচ্ছে মিমিকে। এখনকার সময় বলিউডের অনেক নায়িকাদের বাইক চালাতে এবং বাইক স্ট্যান্ট করতে দেখা যায়, এবার সেই ঝলক দেখা যাবে মিমির নতুন ভিডিও "আনজানা" তে।
মিমির বক্তব্য তিনি শুধু রাধেন না, চুলও বাধেন।এর আগে শুধু নায়করাই এই রকম বল্ড লুক দিয়ে ফ্যানদের প্রভাবিত করত কিন্তু আজকের দিনে বলিউড  নায়িকারাও এই দিক থেকে পিছিয়ে নেই। এই ভিডিও তাই প্রমান করে। এবড়োখেবড়ো রাস্তা দিয়ে ধুলো ওড়াতে ওড়াতে রাস্তার মাঝে এসে দাড়িয়ে মাথা থেকে হেলমেট খুলে রাখলেন। তার এই বল্ড লুক দিয়ে সে প্রভাবিত করেছে ফ্যানদের। এই ভিডিও টি ইতিমধ্যেই  ভিডিও টি ইউটিউব এ দেখা যাচ্ছে।
গানের নাম আনজানা। গানের শুটিং হয়েছে বিদেশে। গানের কথা রাজীব দত্ত ও সোহম মজুমদার এর। সুর দিয়েছেন ডাব্বু। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। গানটির ভাষা বাংলা নয়, গানটি গাওয়া হয়েছে ইংরেজি ও হিন্দিতে।  সবমিলিয়ে এটি মিমির একটি সুপারহিট ভিডিও বলাই যেতে পারে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.