Header Ads

২০০ তম জন্মবার্ষিকীতে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হল বসিরহাটে।

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরে,বসিরহাটে আজ তাঁর ২০০ তম জন্মবার্ষিকী তে নতুন একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্ম শতবর্ষ এ সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে আজ বসিরহাট পূর্ব চক্রের মন্দিরঘাটা দেশপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বসিরহাট মহকুমার মহকুমা শাসক শ্রী বিবেক ভস্মে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন W E C এর সভাপতি সুবোধ নন্দী। উপস্থিত ছিলেন বসিরহাট পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোঃ মোরসেদুজ্জামান তরফদার। সকলে দিনটির গুরুত্ব ও মহান মানুষটির বিভিন্ন কাজকর্ম বিশেষ করে শিশু শিক্ষা , নারী শিক্ষা , বিধবা বিবাহ ও পরোপকারীতা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। বিদ্যালয়ের ছোটো ছোটো ছাত্র ছাত্রীরা বক্তৃতা , গান, নাচ , আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে আজকে বিদ্যাসাগরকে সম্মান জানান। এ ছাড়া ও আলোক চিত্রের মাধ্যমে বিদ্যাসাগরের বিভিন্ন ঘটনা সকলের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানটির প্রধান অতিথি মাননীয় মহকুমা শাসক,বিবেক বাবু বলেন,"আজকের দিনে যেখানে সমাজের মূল্যবোধ প্রায় নিঃশ্বেস হতে চলেছে,যেখানে বিদ্যাসাগরের মতো মনীষীদের আবক্ষ মূর্তি ধংস্ব করা হয়,সেখানে এই ধরণের অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ" অনুষ্ঠানটির উদ্যোক্তা বিদ্যালয়ের শিক্ষক সুব্রত সরদার ও প্রধান শিক্ষিকা চন্দনা নায়েক বিশ্বাস বলেন,"শিশুদের মধ্যে সামাজিক চেতনা ও এদেশে বিদ্যাসাগরের শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে তার যা অবদান,তা অবহিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.