Header Ads

আইপিএলে নয়া ভূমিকায় অনিল কুম্বলে।

নজরবন্দি ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলেকে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে ডাগ আউটে দেখা যাবে। প্রীতি জিন্টার দলের সঙ্গে দু বছরের চুক্তি হয়েছে জ্যাম্বোর। কোচ হিসেবে কুম্বলের জাতীয় দলের দায়িত্ব সামলানোর অভিঞ্জতা রয়েছে। কিন্তু ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানের কাছে হেরে যেতেই জাতীয় দলের কোচের পদ হারাতে হয় অনিল কুম্বলেকে। আইপিএলে কুম্বলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন।
 কাজ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর হিসেবে। এখনও পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব আইপিএল ট্রফি জিতে উঠতে পারেনি। ২০১৪ সালে আইপিএলের ফাইনাল খেলেছিল প্রীতির টিম। এবার কি পারবে আইপিএলে নিজেদের ট্রফিলেস তকমা ঘোচাতে কিংস ইলেভেন পাঞ্জাব। অনিল কুম্বলে হেড কোচ হওয়ার পাশাপাশি দলের ব্যাটিং কোচ হয়েছে জর্জ বেইলি। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ফিল্ডিং কোচ জন্টি রোডস আর সুনীল জোশী সহকারী কোচ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.