Header Ads

মহাভারত আখ্যান এবার বলিউডের পর্দায়।নজরবন্দি ব্যুরঃ মহাভারতের কাহিনী নিয়ে ছবি হচ্ছে বলিউডে। দ্রৌপদীর দৃষ্টিকোন থেকে মহাভারতের কাহিনী দেখানো হবে এ ছবিতে।দ্রৌপদী চরিত্রে দেখা যাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।দ্রৌপদী চরিত্রে অভিনয় প্রসঙ্গে দীপিকা বলেছেন,"আমি খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ বারবার আসে না"।
ছবির প্রযোজক মধু মন্টেনা ও সহ-প্রযোজকের ভূমিকায় দীপিকা পাড়ুকোন।পরিচালক এস এস রাজামৌলী। বেশ কয়েকটি পর্বে মুক্তি পাবে ছবিটি।তার প্রথম ভাগ মুক্তি পাবে ২০২১ সালের দিওয়ালিতে। তবে এই ছবির নাম এবং কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.