Header Ads

ম্যাচ গড়াপেটা নিয়ে বিস্ফোরক শোয়েব আখতার।

নজরবন্দি ব্যুরো: পাক বোলার শোয়েব আখতারের মুখে ম্যাচ গড়াপেটা প্রসঙ্গ। একটি টক শোতে ম্যাচ গড়াপেটা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। শোয়েব বলেছে, নিজের কেরিয়ারে খেলার সময় তাকে ম্যাচ গড়াপেটা নিয়ে সতর্ক থাকতে হত। কারণ তিনি ফিক্সারদের দ্বারা ঘেরা থাকতেন। শোয়েব আখতার এও বলেছে,
'আমি সব সময় ভাবতাম যে আমি কখনও ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়াবো না। নিজের কেরিয়ারে আমি শুধু বিপক্ষের ১১ জনের বিরুদ্ধে লড়িনি। আমার দলের ১০ জনের বিরুদ্ধেও আমাকে লড়তে হয়েছে। কে জানে কে ফিক্সার হয়ে বসেছিল।' মহম্মদ আমের আর মহম্মদ আসিফের ম্যাচ গড়াপেটায় জড়িয়ে যাওয়া প্রসঙ্গে শোয়েব আখতার জানিয়েছে, এই ঘটনায় তিনি মর্মাহত হয়ে পড়েছিলেন।
এই প্রসঙ্গ নিয়ে শোয়েব জানিয়েছে,'আমি ওদের বোঝানোর চেষ্টা করেছিলাম। কিভাবে টাকার জন্য প্রতিভা নষ্ট হয়ে গেল! আমি ওদের ঘটনা শোনার পর দেওয়ালে ঘুসি মেরে ছিলাম।' বিস্ফোরক এই বক্তব্যে আপাতত ফের চর্চ্চায় উঠে এসেছে ক্রিকেটে ম্যাচ গড়াপেটা।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.