Header Ads

টাইগারদের বিরুদ্ধে মাঠে নামার আগে টিম ইন্ডিয়ায় রদবদলের সম্ভাবনা।

নজরবন্দি ব্যুরো: রাজকোটের মাঠে কয়েক ঘন্টা পরেই নামতে চলেছে ভারত -বাংলাদেশ। টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে সাকিবহীন বাংলাদেশ। তিন ম্যাচের টি ২০ সিরিজে ১-০ এগিয়ে বাংলাদেশ। ভারতের কাছে রাজকোটের দ্বিতীয় টি ২০ মরণ বাচন ম্যাচ। সিরিজে ফিরে আসতে হলে রোহিত শর্মার ভারতকে বৃহস্পতিবার মুস্তাফিজুরদের হারাতেই হবে। ডু অর ডাই এই ম্যাচে ভারতের টিমে কিছু রদবদলের সম্ভাবনা প্রবল। গত ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে কিপার ঋষভ পহ্নের ভুল রিভিউ সিদ্ধান্ত এবং ব্যাটিং এর সময়ে শিখর ধাওয়ানকে ভুল কলিং কারণে রান আউট হতে হয়েছিল।
আবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে সঞ্জু স্যামসন বসেই ছিল। তাই দ্বিতীয় টি ২০ ঋষভের বদলে সঞ্জু স্যামসনের খেলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খলিল আহমেদের প্রথম টি ২০ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৯ তম ওভারে মুশফিকুরের হাতে পড়ে ল্যাজে গোবরে অবস্থা হয়েছিল। তাই খলিল আহমেদের জায়গায় শার্দুল ঠাকুরের টিমে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় টি ২০ ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরে আসতে বাস্তব সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
আর বাংলাদেশ যদি রাজকোটের দ্বিতীয় টি ২০ ম্যাচ জিতে যায় তাহলে সিরিজ পকেটে পুড়ে ফেলবে। তাই গত ম্যাচের উইনিং কম্বিনেশনের ওপর ভরসা রেখেই টাইগার্সরা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে। তবে দুই দলের কাছে রাজকোটের দ্বিতীয় টি ২০ ম্যাচ আশঙ্কার জায়গায় আছে আবহাওয়ার কারণে। ঘূর্ণিঝড় 'মহা' দাপট দেখালে রাজকোটের ম্যাচ ভেস্তেও যেতে পারে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.