Header Ads

কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে মার্শাল আর্টস ফেস্টিভেল।

নজরবন্দি ব্যুরো: কলকাতার অনুশীলন কেন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র বোস স্টেডিয়ামে নভেম্বরের ৯ এবং ১০ তারিখে আয়োজিত হতে চলেছে অল ইন্ডিয়া মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপ ফেস্টিভেল। এই ফেস্টিভেলের আয়োজক জীভানস্যাঙ এনজিও এবং নীনজা স্পোর্টস ফেডারেশন। কুংফু, নীনজা স্পোর্টস, ক্যারাটে, কিক বক্সিং, তাইকোন্ড, উসু এই চার ধরণের মার্শাল আর্টস ক্রীড়া এই ক্রীড়া ফেস্টিভেলে অংশ নিতে চলেছে। সারা ভারত থেকেই বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা এই চ্যাম্পিয়নশিপ ফেস্টিভেলে অংশ নিতে চলেছে। কলকাতায় এই ধরনের চ্যাম্পিয়নশিপ ফেস্টিভেল প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে। ভারত থেকে ২০১৭ সালে ব্যাঙ্ককে সপ্তম তিরক আন্তজার্তিক তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন শিল্পী দাস, তাইকোন্ড স্টাইলে। রেড ১ বেল্ট পড়ে শিল্পী ওই প্রতিযোগিতায় পেয়েছিলেন ব্রোঞ্জ। ২০১৯ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল সাউথ এশিয়ান স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। ফাইট এবং কাতা দুই বিভাগে শিল্পী দাসের ঝুলিতে উঠেছিল সোনার পদক। এখন শিল্পী দাস কলকাতায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপ ফেস্টিভেল ঝাড়খন্ডের মহিলা বিভাগের কোচ হিসেবে শহরে এসেছেন। ঝাড়খন্ডের থেকে ৩১ জনের টিম এসেছে। পুরুষ বিভাগের কোচ সুনীল কুমার প্রসাদ জানিয়েছেন, ২০ বছর ধরে তিনি মার্শাল আর্টস খেলার সঙ্গে জড়িত। জাতীয় গেমসে সুনীল কুমার প্রসাদ ২০১৪ সালে ব্রোঞ্জ, ২০১৬ সালে সোনার পদক পেয়েছিলেন। শিল্পী দাসের মেয়ে ক্ষুদে সৃজিতা দাশ ইউকেজি স্তরে ছাত্রী থাকাকালীন ২০১৭ সালে ব্যাঙ্কক ৭ তিরক ইন্টারন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে ফাইট বিভাগে সোনার পদক ছিনিয়ে নেয়।
Loading...

No comments

Theme images by enjoynz. Powered by Blogger.