Header Ads

'কভি ইদ কভি দিওয়ালি'-তে কার সাথে জুটি বাঁধছেন সালমান?দেখে নিনি এক নজরে

নজরবন্দি ব্যুরো :সালমানের আপ কামিং ছবি 'কভি ইদ কভি দিওয়ালি' তাঁর বিপরীতে কোন অভিনেত্রী দেখা যাবে সেই বিষয় নিয়ে বলিপাড়ায় চলছিল জোর জল্পনা। অবশেষে জানা গেল ভাইজানের নতুন সিনেমায় ভাইজানের সাথে জুটি বাঁধছেন অভিনেত্রী পূজা হেগড়ে।এর আগে আমরা পূজা কে দেখছি 'মহেঞ্জোদারো' ও 'হাউসফুল ৪'। এবার দেখার বিষয় সাল্লু ভাইজানের সাথে পূজার জুটি কেমন দর্শকের মনে সারা ফেলে।

২০২১ সালে ঈদে মুক্তি পাবে সালমানের ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'।এর ছবির প্রযোজক ও গল্পকার সাজিদ নাদিয়াদওয়ালার। এবং এই ছবির নির্দেশক ফারহাদ সামজি।নির্দেশক ফারহাদ সামজি ছিলেন অক্ষয় কুমার অভিনীত 'হাউসফুল ৪' এর নির্দেশক। এবার যে প্রশ্ন উঠছে তাহলে নির্দেশকই কি পূজা কে কাস্ট করেছেন সালমানের বিপরীতে। তবে সেই বিষয় নিয়ে কোন মুখ খোলেননি তাঁরা। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি সালমান খানের প্রযোজনা সংস্থা সলমন খান ফিল্মস যৌথ ভাবে প্রযোজনা করছে এই ছবিতে। তবে প্রতিবারই সালমান তাঁর ভক্তদের ঈদের উপহার দেন ছবি ঠিক কি ভাবে এইবার ও তিনি ঈদে ভক্তদের জন্য নিয়ে আসছেন তাঁর ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'।

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.