Header Ads

ঘরে থাকুন, নয়তো নেওয়া হবে কঠোর ব্যাবস্থা- জাস্টিন ট্রুডো, আমাদের দেশেও কি নেওয়া উচিৎ এই সিদ্ধান্ত?

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরোঃ অনেক হয়েছে এবার ঘরে থাকুন- কানাডাবাসীর উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু ঘরে থাকতে নারাজ দেশবাসী। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঘরে থাকার কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করে ঘুরে বেরাচ্ছেন তারা। তাই ক্ষুব্ধ হয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘোষণা। 'অনেক হয়েছে এবার ঘরেই থাকুন।' নির্দেশ অমান্য করলে নিষেধাজ্ঞা জারি করা হবে। ট্রুডোর এই ঘোষণার পরেই অন্টারিও প্রাশাসন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের সব থেকে জনবহুল প্রদেশকে আজ থেকে আগামী ২সপ্তাহের জন্য লকডাউন করে দিয়েছে প্রশাসন। এখনো পর্যন্ত কানাডায় প্রায় ২০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৪ জনের। তাই দেশবাসীকে আবারও একবার সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
 এবার শুধু সতর্কবার্তা নয় তার সাথে দেওয়া হয়ে হুশিয়ারি। নির্দেশ না মানলে নেওয়া হবে কড়া ব্যাবস্থা। অন্টারিও প্রশাসন জানিয়েছেন, মানুষ বিদেশ থেকে শীতের ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। কিন্তু তারা ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে যেতে চাইছেন না। এটা মেনে নেওয়া যায় না। এই দু-সপ্তাহ শুধু ওষুধের দোকান, খাবারের দোকান এবং অন্যান্য অতি প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। যারা নির্দেশ মানবে না তাদের অপর জরিমানা বসানো হবে। এই পরিস্থিতিতে আজ ওটাওয়ার আইন প্রণেতারা ৮২ বিলিয়ন কানাডিয়ান ডলারের করছার ঘোষণা করতে চলেছেন। করোনার মোকাবিলায় প্রত্যেক প্রদেশ কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। কর্মী সংখ্যা কম হওয়ায় হতে লকডাউনের সময় খাবার পৌঁছাতে সমস্যা হতে পারে এই আশংকায় অবসরপ্রাপ্ত মিট ইন্সপেক্টর দের কাজে যুক্ত হওয়ার জন্য আবেদন জানান হয়েছে প্রশাসনের তরফে। তাহলে আমাদের দেশেও কি নেওয়া উচিৎ এই সিদ্ধান্ত?
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.