Header Ads

সোনাম কি অসুস্থ? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে তারকারা আজ বহুদিন ঘরবন্দি। কিন্তু ঘরে বন্দি থেকেও তারা সাধারণ মানুষকে সচেতন করেই চলেছেন। এবার সচেতন করতে দেখা গেল বলিউডের অভিনেত্রী সোনাম কাপুরকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একটি ভিডিও শেয়ার করেন সোনাম। তার পড়নে ছিল সেলোয়ার কামিজ সাথে ছিল ম্যাচিং করা কানের দুল। ভিডিওতে সোনাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য জনবহুল স্থান এড়িয়ে চলুন। যে নিরাপদ জায়গায় আপনি আছেন সেখানেই থাকুন। ট্রেনে যাতায়াত করবেন না। আপনার এই কটি পদক্ষেপ আপনার প্রিয়জনের জীবন রক্ষা করতে সাহায্য করবে৷
 তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড এর পরই শুরু হয় জোর জল্পনা। এই ভিডিওতে সোনমকে অসুস্থ বলে মনে হচ্ছে এই রকম মন্তব্য করেন অনেকেই। আবার কেউ কেউ প্রশ্ন করেছে সুনামের কি হয়েছে? এইরকম কথাবার্তার মাঝেই একজন নেটস্যাভি লিখে বসেন ভিডিওটি করার সময় অন্য কোনো মোড অন হয়ে যায় যার ফলে ফিল্টার হয়ে তার মুখটি ওরকম লাগছে। ওই লোকটির কমেন্টে সম্মতি জানান সোনাম ভিডিওটি দেখতে হলে নিচের লিংকে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B-CCtpOFaTV/
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.